কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৩ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাহ হোসনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা কূষি কর্মকর্তা মো. নুরে ই আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার , পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply