1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ পৌর এলাকায় মশার উপদ্রব বেড়েই চলেছে। মশার উপদ্রপে অতিষ্ঠ জনজীবন। মশা নিধনে পৌরসভা থেকেও নেওয়া হচ্ছে না তেমন কোন উদ্যোগ। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছিল বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দিন দিন পৌর এলাকার ঝোপঝাড়, ময়লার স্তুপ,বিভিন্ন নালা থেকে মশার বংশবৃদ্ধি হয়ে ছড়িয়ে যাচ্ছে। এছাড়া নরসুন্দা নদী থেকে রূপান্তরিত লেকে জট বাধা কচুরিপানা থেকে প্রতিদিন জিন্ম নিচ্ছে কোটি কোটি মশা। আর এসব মশা ছড়িয়ে পড়ছে শহরের আনাচে কানাচে।

ফলে প্রতিদিন মশার কামড়ে অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন।দরজা-জানালা লাগিয়ে রেখে কয়েল জ্বালিয়ে কিংবা মশারি টানিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না মশার কামড় থেকে। পৌর এলাকার বাসিন্দা আশিকুর রহমান শুভ বলেন,মশার যন্ত্রণায় রাতে ঠিকমত ঘুমানো যায় না।সন্ধ্যার পর থেকে দরজা জানালা লাগিয়ে,কয়েল জ্বালিয়ে রেখেও মশা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। মশার উৎপাতে ছেলে মেয়েদের পড়াশুনার অসুবিধাসহ নানা অসুখ বিসুখ দেখা দিচ্ছে। মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে তিনি যেন দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে দেখেন এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেন।

অপর এক বাসিন্দা বাপ্পি দাস জানান,মশার যন্ত্রণায় আমরা অতিষ্ট। রাতে ঘুমানো যায় না ঠিক মত। কয়েল জালিয়েও তেমন কাজ হচ্ছে না।তাই দ্রুত মশা নিধনের ঔষধ ছিটানোর দাবী জানাচ্ছি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা ১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।

কিশোরগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, এ পৌরসভায় সাতটি ফগার মেশিন রয়েছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা.সাইফুল ইসলাম বিডিচ্যানেল ফোরকে বলেন,মশার কামড়ে ম্যালেরিয়া চিকুনগুনিয়া,ডেংগু সহ নানা রোগ হয়। তাই মশার কামড় থেকে রক্ষা পেতে বাড়ির আশে পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে, নিয়মিত মশার প্রজনন স্থলগুলি পরিস্কার রাখতে হবে এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া জানান,পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং