1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

হুথি বিদ্রোহীদের হামলায় জাহাজ ডুবির ঘটনায় বিশ্ব বানিজ্য বিপর্যস্ত হবে-ইউএস সেন্ট্রাল কমান্ড

মূল: ফিলিপ ওয়াঙ, সিএনএন, অনুবাদ: আহমাদ ফরিদ   
  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
হুথি বিদ্রোহীদের ক্ষেণাস্ত্র হামলায় ডুবে যাওয়া বাল্কহেড, ছবি: সিএনএন

 

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেলজিয়ামের একটি  পণ্যবাহী জাহাজ লোহিত সাগরে ডুবে গেছে।

শনিবার,২ মার্চ মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিএনএনকে একথা নিশ্চিত করেছে ।

ইউএস সেন্ট্রাল কমান্ডের মতে, ২১ হাজার মেট্রিক টন সার বহনকারী রুবিমার ডুবে যাওয়া লোহিত সাগরে একটি পরিবেশগত ঝুঁকি তৈরী করবে।

জাহাজটি ডুবে যাওয়ায়  এটি লোহিত সাগরে জাহাজ চলাচলের ব্যস্ত শিপিং লেনগুলিতে জাহাজ চলাচলকেও ঝুঁকিপূর্ণ করে তোলেছে।

এম/ভি রুবিমার নামের  একটি বেলিজ-পতাকাযুক্ত এবং যুক্তরাজ্য মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারকে ইয়েমেনের হুথি অঞ্চল থেকে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটির আঘাতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে জাহাজটি পানিতে তলিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়ার একদিন পরে

এটি লোহিত সাগরে একটি ১৮ মাইল দীর্ঘ তেল স্লিক তৈরি করে। এতে লোহিত সাগরের জীববৈচিত্র ধ্বংসের হুমকি তৈরী হয়েছে।

ইরান-সমর্থিত হুথিদের  শুরু করা হামলার কারণে বাল্ক ক্যারিয়ার রুবিমারের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্ভবত  জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি বড় হুমকি তৈরী করে। হুথিরা গত  কয়েক মাস ধরে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লক্ষ্য করে হামলা করে চলেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুটে হামলা বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করেছে এবং ইসরায়েল-হামাস যুদ্ধের সময়ে বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরী করেছে।

সিএনএন থেকে অনুদিত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং