1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

নান্দাইলে কবরস্থান থেকে নবজাতক শিশু উদ্ধার

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের একটি কবরস্থানে সন্ধ্যার পর হঠাৎই কবরস্থান থেকে নবজাতক শিশুর কান্না ভেসে আসছিল। স্থানীয় বাসিন্দারা ওই শিশুর কান্না শুনে এগিয়ে যান কবরস্থানে এবং সেখানে কাপড় মোড়ানো একটি ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে কবরস্থানের উপর কাঁদতে দেখতে পান। কে বা কারা শিশুটিকে কবরস্থানের উপর রেখে গেছে, তা কেউই জানে না।

জানা গেছে, শুক্রবার ১ মার্চ দিবাগত রাতে কে বা কারা মুশুল্লী ইউনিয়নের তারঘাট বাজার সংলগ্ন রসুলপুর গ্রামের কুসুম মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে কবর স্থানের উপর নবজাতক শিশুটিকে ফেলে রেখে গেছে। পরে স্থানীয় বাসিন্দরা শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করে। নান্দাইল মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হাসপাতাল কমপ্লেক্সের শিশু সেবা কেন্দ্রে তাকে রাখা হয়েছে। বর্তমানে কন্যা শিশুটি সুস্থ আছে। তবে স্থানীয় বাসিন্দাদের ধারনা, হয়তোবা সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাবার জন্যই সেই নিষ্পাপ শিশুটির ভাগ্যে এ পরিস্থিতি। তবে এর জন্য দায়ী ওই শিশুটির নির্দয়বান জন্মদাতা নারী ও পুরুষ। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খবুই দু:খজনক। তবে শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটিকে হেফাজতে রেখেছি। পাশাপাশি শিশুটির পিতা-মাতার অনুসন্ধান অব্যাহত আছে। নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, ওই নবজাতক কন্যা শিশুকে সবধরনের সেবা দিয়ে যাচ্ছি। মিটিংয়ের মাধ্যমে শিশুটির স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়া দত্তক বা প্রয়োজনে আদালতের সহযোগিতা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং