মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলা শেষ হচ্ছে আজ।
গত বুধবার, ২১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শুরু হওয়া বইমেলাকে মেলাকে ঘিরে বই প্রেমীদের জনতার আনন্দের কোনো কমতি নেই। শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে চলমান মেলাতে সর্বমোট ৩০টি স্টল রয়েছে। .
সরেজমিনে ঘুরে দেখা গেছে. কোন কোন স্টলে জনতার ভিড়. আবার কোনটি যেন একেবারেই জনশূন্য।
মেলায় বই বিক্রেতা রনি (তরুণ লাইব্রেরী কিশোরগঞ্জ) জানান, গতকাল ছিল প্রত্যেকটি স্টলে ভিড়, আজ তেমন বই বিক্রি হচ্ছে না, কারণ জানতে চাইলে তিনি আমাদের জানান,
বানিজ্য মেলা আর বইমেলা একসাথে চলায় মানুষ বানিজ্য মেলায় যাচ্ছে বেশী। তাই বইমেলায় তেমন কোন ক্রেতা আসছেনা। তবে আশা করি আজ শেষ দিনে বই ভালো বিক্রি করতে পারবো।
Leave a Reply