হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের ছড়াছড়ি অবস্থা। ইতিমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের নাম শোনা যাচ্ছে। যারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহল্লায়, শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ পোস্টার ব্যানারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট খলিলুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কাউছার খান মিল্কী, মো. ফজলুর রহমান, মো. ফেরদৌস ঠাকুর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি, নারী নেত্রী হাজেরা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, নারী নেত্রি শাপলা আক্তার ও জেসমিন আক্তার আম্বিয়ার নাম এবার বেশ জোরের সাথে উচ্চারিত হচ্ছে।
পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মাস্টার ফজলুর রহমান যিনি বিগত নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদে এবারও তিনি প্রার্থী হবেন বলে জানিয়েছেন। তিনি বর্তমান ইটনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য হিসাবে রয়েছেন। অপর দিকে ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি ভোটারদের কাছে তার অবস্থান তুলে ধরছেন। এছাড়া বিশিষ্ট সমাজ সেবক অরুন কুমার ঘোষ, আমিনুল ইসলাম, খন্দকার মুর্শেদ, শওকত হোসেন মীর এবং ইটনা উপজেলা আওয়ামী উলামালীগ নেতা মাওলানা সিরাজুল ইসলাম আতশি, ইলিয়াছ মিয়াসহ একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য যে, আগামী ১৮ই মে ৩য় ধাপে ইটনা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply