চলছি বছরের ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া দিন ধার্য্ ছিল। পাবলিক সার্ভিস কমিশন এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ এপ্রিল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার, ১৮ ফেব্রুয়ারি বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পাবলিক সার্ভিস কমিশন।
এবার ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ৩ হাজার ১৪০টি পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদনকারী আবেদন করেছেন।
৩ হাজার ১৪০টি পদের মধ্যে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন, শিক্ষায় ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, ফরেন সার্ভিস ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮৪ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস ক্যাডারে ২৬ জন ও গণপূর্তে ৬৫জন নিয়োগ পাবেন।
Leave a Reply