কিশোরগঞ্জের হোসেনপুরে খুন, ডাকাতি, পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা, দস্যুতা মামলাসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসমি আবু হানিফকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
বুধবার, ১৪ ফেব্রুয়ারি দুপুরে হোসেনপুর থানার অফিসার-ইনচার্জ নাহিদ হাসান সুমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আবু হানিফকে তার নিজ বাড়ী হোসেনপুর উপজেলার উত্তর পানান (পানান আদর্শ দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে) থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আবু হানিফ হোসেনপুর উপজেলার উত্তর পানান (পানান আদর্শ দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে) এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বিডিচ্যানেল ফোরকে এ তথ্য নিশ্চিত করে জানান,অভিযুক্ত বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
Leave a Reply