কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইমাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক সোহরাব উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মনসুর আলী, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবি সিদ্দিক খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী কাউসার মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূইয়া।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
Leave a Reply