কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন কুমারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আ. মালেক(সার্ভেয়ার) (৬৫) খুনের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেফতার ছোটন মিয়া(৩২) উপজেলার পূর্ব কুমারপুর গ্রামের মৃত আইজ উদ্দিন ছেলে।
শনিবার ১০ ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে উপজেলার জালালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছোটন আব্দুল মালেক হত্যা মামলায় এজাহার নামীয় ২নম্বর আসামি।
Leave a Reply