ময়মনসিংহের নান্দাইলে সত্যের সন্ধানে নির্ভীক জাতীয় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার, ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা কৃষি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা সাংবাদিক অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভূঞা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, গাংগাইল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদ, সাংবাদিক আজিজুর রহমান ভূইয়া বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাইদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, প্রধান শিক্ষিকা বাবলী দাস ও নান্দাইলের যুগান্তর প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের সমন্বয়ে কেক কেটে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তরের সাহসী পদাযাত্রাকে স্বাগত জানিয়ে আগামী দিনে এর উত্তোরোত্তর মঙ্গল কামনা করেন এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হবার আহ্বান জানান। এসময় নান্দাইলে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ যুগান্তর স্বজন সমাবেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply