পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ইমরান সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত ঘোষিত ১২৯টি আসনের মধ্যে স্বতন্ত্ররা পেয়েছেন ৫৮ আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)। তারা পেয়েছে ৩৪টি আসন। তৃতীয় অবস্থানে রয়েছে বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা পেয়েছে ৩১টি আসন। বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য ছোট দলগুলো। এছাড়া জামিয়ত উলেমা-ই-পাকিস্তান ২টি আসন পেয়েছে। একটি করে পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (মেঙ্গেল), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম), আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনপি)।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলীয়ভাবে নির্বাচন করতে পারেনি। তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। এখন পর্যন্ত জয়ী স্বতন্ত্রদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই হচ্ছে পিটিআইয়ের সমর্থিত প্রার্থীরা। কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ইমরান খানও নির্বাচনে অংশ নিতে পারেননি।
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ পুরো ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে সরকার গঠন করার জন্য কমপক্ষে ১৩৩টি আসনের প্রয়োজন। ৩৩৬ আসনবিশিষ্ট পাকিস্তান পার্লামেন্টে গতকাল ২৬৫টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একটি আসনে নির্বাচন স্থগিত রেখেছে দেশটির নির্বাচন কমিশন। বাকি ৭০ আসন সংরক্ষিত।
Leave a Reply