হোসেনপুরের গোবিন্দপুরে বাংলা নববর্ষ উপলক্ষে গণতন্ত্রী পার্টির আলোচনা সভা, দোয়া ও ইফতার

দিলোয়ার হোসাইন নানক।।

0
31

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে হোসেনপুরে গণতন্ত্রী পার্টির উদ্যোগে এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৫ দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমান সরকারের বাজারে এই আলোচনা সভা,  দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

এতে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন শাখা গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:শহীদুল ইসলাম।  আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া।

এ সময় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক, গোবিন্দপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক রোমান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে গোবিন্দপুর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি মুক্তু মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। মোনাজাতে বঙ্গবন্ধু সহ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

পোষ্ট এর সময় 1 month by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে