বাংলা কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক সাহিত্য আসরে স্বর্ণপদক পেলেন প্রখ্যাত তরুণ কবি কথাসাহিত্যিক ও সাংবাদিক আরিফুজ্জামান।
শুক্রবার, বিকেল ৩ টা থেকে সেগুনবাগিচা কঁচিকাচা মিলনায়তনে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি সাহিত্যিকদের মিলন মেলায় রুপান্তরিত হয় অনুষ্ঠানটি।
কবি সম্মেলন আয়োজন করেন পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ। পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।
ভারত থেকে আসা বিভাস দাসের সঞ্চালনায়, কবি ও সংগঠক মো. আলমগির জুয়েলের সভাপতিত্বে কবি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী র পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠান উদ্ধোধন করেন পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বব্যাংকের কনসালটেন্ট জাহাঙ্গীর আলম রুস্তম, প্রধান আলোচক হিসেবে ছিলেন গীতিকার ও সংগঠক কবি নজরুল বাঙালি কবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক আতিক হেলাল, ডক্টর শরিফ শাকী, ভারতের আসাম থেকে আসা বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবনাথ।
পোষ্ট এর সময় 8 months by Ahmad Farid