নারায়ণ চক্রবর্ত্তী সরাইল(ব্রাহ্মণবাড়ি য়া)প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের পায়েল হোসেন মৃধা, আল এমরান, বেলায়েত হোসেন মিল্লাত, জাকির হোসেন, হাফিজুল আসাদ সিজার ও, রনির নেতৃত্বে পৃথক পৃথকভাবে র্যালি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাজী মাহফুজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার, বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ।
এর আগে সকালে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড় থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের নেতৃত্বে সুসজ্জিত ভাবে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার সদরে বের হতে দেখা যায়।
এদিকে শহিদ মিনারে আলোচনা সভা চলাকালীন আধা কিলোমিটার দূরে হাসপাতাল মোড়ে দু’ গ্রুপের সমর্থকের মধ্যে জুতায় পারা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির মধ্যে শুরু হয় হাতাহাতি, এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ,এসবময় উচালিয়াপাড়ার কয়েকটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সরাইল থানার কনষ্টেবল সুমনসহ অনন্তত্য ১০জন আহত হয়েছে। এসময় পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলির মাধ্যমে সংঘর্ষ ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকার কারণে অতিরিক্তি পুলিশ মোতায়েনের রয়েছে।
পোষ্ট এর সময় 3 years by Ahmad Farid