শিশু অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।  

0
22

কিশোরগঞ্জের করিমগঞ্জের একটি অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আবু বাক্কার(৫২) জেলার করিমগঞ্জ উপজেলার টামনী ইসলামপুর এলাকার মৃত হাজী আ. রহমানের ছেলে।

রবিবার, ৩০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সাজা এড়াতে জামিনে মুক্ত হয়ে  দীর্ঘ ১৫ বছর ধরে পালিয়ে ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের  কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।

মামলার বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত বছরের ২২ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া টামনী ইসলামপুর এলাকা থেকে এক শিশুকে অপহরণ করে পালানোর সময় কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে  তাকে গ্রেফতার  করা হয়।

পরবর্তীতে শিশুটির পিতা মো. জামাল উদ্দিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় ১টি অপহরণ মামলা দায়ের করেন। (মামলা নং-১৪, তারিখ ২৩/১২/২০০৭ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭)

গ্রেফতার আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। আসামি পলাতক থাকাবস্থায় বিজ্ঞ আদালত মামলাটির বিচার প্রক্রিয়া শেষে আসামি মো. আবু বাক্কার (৫২)কে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬  মাস কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় বিষয়টি র‌্যাব ১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর নজরে আসার পর আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে ও গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার  মাস্টারবাড়ি এলাকা  থেকে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার সাজাপ্রাপ্ত পলাতক  আসামিকে করিমগঞ্জ  থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে