প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের লন্ডন আগমন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউ কে এর উদ্যোগে নর্থ লন্ডনের বিখ্যাত গোকায়াজু রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা।
রবিবার ৭ মে সন্ধ্যায় কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন অনুষ্ঠানস্থলে গেলে সেখানে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
কৃষিবিদ নিজাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. আজহারুল ইসলাম লিটন।
সভায় বক্তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থার স্মৃতিচারণ করেন। এছাড়াও কৃষিবিদ মশিউর রহমানের হুমায়ুনের বর্তমান ও ভবিষ্যত রাজনীতির সমৃদ্ধি কামনা করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন জানান, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। নেত্রীর ইচ্ছে ও পরামর্শে নিজ এলাকায়ও দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এখন নেত্রী যদি আমাকে নিজ এলাকা কিশোরগঞ্জ -১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়ন দেন, তাহলে সেখান থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুজ্জমান জুবর, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মামুন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কৃষিবিদ শাহিন ফেরদৌসসহ , শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষিবিদ স্বপন, মেহেদী হাসান অপু কৃষিবিদ রিপন, তহুর ই আলম সমর, কবির আলম কবি, কৃষিবিদ শাহিনুর ইসলাম ভূঁইয়া, কৃষিবিদ ডক্টর মিজানসহ অন্যান্য কৃষিবিদগণ।
পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid