মানবিক সহায়তা নিয়ে বিদ্যুৎপৃষ্টে আহত নির্মাণ শ্রমিক মোঃ রাজিব মিয়ার (২০) পাশে দাঁড়িয়েছে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা।
শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া এম এ মান্নান মানিক কলেজ প্রাঙ্গণে রাজিবের পরিবারের হাতে ৫৮ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়। এসময় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মহিলাকে একবান ঢেউটিনের টাকা, কিডনি রোগে আক্রান্ত একজনকে ১৫ হাজার টাকা সহায়তা ও একজন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়।
জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার পোড়াবারীয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে নির্মাণ শ্রমিক মো. রাজিব কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হয়। তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নির্মাণ শ্রমিক মো. রাজিবকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এ পাঠানো হয়। আহত রাজিবের পরিবার তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল। এই কথা জানতে পেরে মানবিক সহায়তা নিয়ে রাজীবের পরিবারের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের আলোচিত স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’।
অপরদিকে কিছু দিন আগে শিলাবৃষ্টিতে উপজেলার সুখিয়া ইউনিয়নের জয় বিষ্ণুপুর গ্রামের বৃদ্ধ বিধবা মনোয়ারা খাতুন (৬০) এর বসবাসের একমাত্র ঘরটির টিনের চাল নষ্ট হয়ে যায়। আজ শুক্রবার বিকেলে বিধবা মনোয়ারা খাতুনের হাতেও এক বান ঢেউটিনের নগদ ৭ হাজার টাকা তুলে দেওয়া হয়। পোড়াবাড়ীয়া গ্রামের কিডনি রোগে আক্রান্ত অসহায় কাঞ্চন মিয়ার মায়ের হাতে তার চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা ও একই গ্রামের চাঁন মিয়ার প্রতিবন্ধী ছেলে রিংকুকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এসময় চরঢেকী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তফা কামাল তানসেন, নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতাহার হোসেন, নারান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য খাইরুল আলম সবুজ, সাংবাদিক হুমায়ুন কবির, ব্যবসায়ী মোঃ মোনায়েম, ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপের এডমিন এস এম রায়হান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, শাহরিয়ার হৃদয়, এ এইচ মাহমুদুর রহমান আফ্রিদ, ছাত্র নেতা ইমরান, সজীব হাসান, সোহেল আহমেদ, কে এম তাকরিম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ভয়েস অব পাকুন্দিয়া’র ক্রিয়েটর এডমিন এস এম রায়হান বলেন, ভয়েস অব পাকুন্দিয়া সব সময় মানুষের কল্যাণে কাজ করে। একটি আদর্শ উপজেলা গঠন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা ভয়েস অব পাকুন্দিয়া সৃষ্টি করি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid