কিশোরগঞ্জের ব্রিটিশ বিরোধী সংগ্রামী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা:এ এ মাজহারুল হক এবং তাঁর স্ত্রী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত রাষ্ট্রবিজ্ঞানী ড.মাহফুজ পারভেজ পরিচালিত সমাজ -সংস্কৃতি -সাহিত্য বিষয়ক সমীক্ষাধর্মী ৮ ম মাজহারুন -নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা- ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো:জিল্লুর রহমানকে সম্মাননা দিয়েছে’মাজহারুন- নূর ফাউন্ডেশন।
শুক্রবার, ২৮ এপ্রিল বিকাল ৫ টার দিকে লতিফাবাদ ইউনিয়নের অষ্টবর্গ শাহ বাড়ি শাহ মাতাব আলী কালচারাল কমপ্লেক্সে ৮ম মাজহারুন -নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০২২’অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক লাইজু আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিজন লুৎফুন্নেছা চিনু ও কিশোরগঞ্জ নিউজের প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মাননা বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও মাজহারুন -নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড.মাহফুজ পারভেজ।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন,বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী,সাংবাদিক মু আ লতিফ,কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,সিপিবি’,র সভাপতি আবদুর রহমান রুমী,কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক আতিয়া রহমান,কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ এনামুল হক চৌধুরী আলমাস, সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক প্রমুখ।
পোষ্ট এর সময় 1 month by Ahmad Farid