আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এ দিনে দৈনিক আট ঘন্টা কাজের অধিকার ও কাজের ন্যায্য মজুরী আদায়ের দাবীতে পথে নামেন আমিরিকার শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা। তারা ঘোষণা দেন এ অধিকার প্রতিষ্ঠার আগে তারা কাজে ফিরবেন না।
এতে শোষক কারখানা মালিকদের গা জ্বলে উঠে। তারা পুলিশ লেলিয়ে দেয় আন্দোলন দমনে। কারণ তারা ভয় পেয়েছিল শোষিত শ্রমিকরা একবার জেগে উঠলে তাদের আর শোষণ করা যাবেনা। তাই তাদের লেলিয়ে দেয়া পুলিশ নির্বিচারে গুলি চালায় আন্দোলনরত শ্রমিকদের উপর। গুলিতে প্রাণ হারান আটজন শ্রমিক। আহত হন আরো অনেক শ্রমিক।
এতে করে শ্রমিকরা দমে না গিয়ে ফুঁসে উঠেন তীব্র প্রতিবাদে। আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা আমিরিকাসহ বিশ্বের নানা দেশে। ফলে শোষকরা বাধ্য হয় শ্রমিকদের অবিনাশি দাবী মেনে নিতে। জয় হয় শোষিতের। জয় হয় মেহনতি মানুষের।
সেই থেকে বিশ্বের দেশে দেশে পহেলা মে পালিত হয়ে আসছে মহান মে দিবস।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ও কলকারখানা অধ্যুষিত অঞ্চলে আয়োজিত হয়েছে শ্রমিক সংগঠনগুলো উদ্যোগে নানা কর্মসূচি।
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যে সরকারী উদ্যোগে পালিত হচ্ছে মহান মে দিবস। মহান মে দিবস উপলক্ষে আজ দেশে চলছে সরকারী ছুটি।
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীর মাধ্যমে শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid