কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ কাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজনের মধ্যে মো. ইকবাল হোসেন(৩২) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে, মো. মেহেদী হাসান(৩২) ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগোয়ারী এলাকার মো জলিল মিয়ার ছেলে ও ওয়াসিম শেখ(২২) একই জেলার গফরগাঁও উপজেলার ফরিদপুর এলাকার মো. আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার ২৫ মে রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের নাটালের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী।
এবিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পোষ্ট এর সময় 4 days by Ahmad Farid