ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অভিযান চালিয়ে ২৬ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে আবু সাইদ আকিব (২৬) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়িপুকুর এলাকার নূরুল আফসারের ছেলে ও মো. হেফাজ উদ্দিন(২২) বান্দরবান জেলার লামা উপজেলার হারগাজা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা একটি মিনি ট্রাকের বডির নিচে চেসিসের ভিতরে করে এই ইয়াবা পাচার করছিলেন।
বৃহস্পতিবার, ১৮ মে বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও একটি মিনি ট্রাকসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিল এর সামনে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী লেনের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী।
গ্রেফতার আসামিগণ দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন মর্মে স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিষয়ে মাদক আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid