বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

0
20

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার  বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার,৭ মে  সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে “সচেতন মা, শিক্ষিত সন্তান, উন্নত জাতি”, “শিক্ষার উদ্দেশ্যে এসো, সেবার জন্য বেরিয়ে যাও” এসব স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবয়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা। অনুষ্ঠান উদ্বোধন করেন  বিদ্যালয়ের দাতা সদস্য মো. সাইয়ুম মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছিমা বেগম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক ও সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন জনি। দোয়া মাহফিল পরিচালনা করেন জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি, কুলিয়ারচর  মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে