শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্বকাপ উন্মাদনার হাওয়া লেগেছে ফুটবল প্রেমীদের মনে। এ উন্মাদনায় বাড়তি আনন্দ যোগ করতে কাউন্ট ডাউন ব্যান্ড প্রকাশ করেছে বিশ্বকাপ থিম সং।
‘ইনসেন গেম’ শিরোনামে তরুণ কণ্ঠশিল্পী তুহিন চৌধুরীর কথা ও সুরে গানটি গেয়েছেন তুহিন চৌধুরী ও রাফায়তুল ইসলাম প্রান্ত ।
গত ১৯ নভেম্বর কাউন্ট ডাউন ব্যান্ড এর অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া এইট ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়। মিউজিক ভিডিওটির প্রযোজনা করেছে কাউন্ট ডাউন ব্যান্ড এবং স্পন্সর ছিলেন রেজাউল করিম রেজা – (মিডিয়া এইট)।

গানটি নিয়ে শিল্পী তুহিন জানান- বিশ্বকাপ নিয়ে বাংলায় গান হলেও বাংলাদেশ থেকে ইংরেজীতে আমরাই প্রথম গেয়েছি। গানটির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের স্বপ্ন ফুটবল বিশ্বকাপে একদিন বাংলাদেশও খেলবে।
গানটিতে লিড গিটারে ছিলেন শিলন খান, ব্যাজ গিটারে মেহরাজ হোসেইন, গিটারে নাফিস নিহাল ও ড্রামে ছিলেন মিন সাঈদ কাওসার।
পোষ্ট এর সময় 6 months by Ahmad Farid