বিশিষ্ট সাংবাদিক, লেখক ও অনুবাদক মোশাহিদের মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার।।

0
13

কিশোরগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক, লেখক, অনুবাদক ও কালো প্রকাশনীর সত্ত্বাধিকারী শাহ্ মুহাম্মদ মোশাহিদের মা হোসনেআরা আক্তার এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার, ১০ মে বাদ জোহর স্থানীয় বাইতুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

বুধবার, ১০ মে ভোর ৪টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মহিনন্দ ইউনিয়নের শোলাকিয়া এলাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদসহ ঢাকার কবি, ছড়াকার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সুলেখক শাহ্ মুহাম্মদ মোশাহিদের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিডি চ্যানেল ফোর এর চেয়ারম্যান অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পরিচালক মো. ফিরোজ উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন, এম আরজু, উপদেষ্টা সম্পাদক ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সম্পাদক মণ্ডলীর সভাপতি শফিকুল আলম শিপলু, প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, নির্বাহী সম্পাদক সাদেক আহমেদ বার্তা সম্পাদক রিফাত ইসলাম।   

পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে