
সোমবারের বিপর্যয়কর ভূমিকম্পের পর তুরস্ক এবং সিরিয়া জুড়ে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৪ হাজার ১৭৯ জনে পৌঁছেছে। যদিও এ সংখ্যা ঘন্টায় ঘন্টায় বাড়ছে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, এখনো বহু মরদেহ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে।
রবিবার, ১২ ফেব্রুয়ারি তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র সাকোম জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে মৃতের সর্বশেষ সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬০৫।
সিরিয়ার স্যালভেশন গভর্নমেন্ট গভর্নেন্স অথরিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৪১৪ জন ও উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী-নিয়ন্ত্রিত অংশে ৩ হাজার ১৬০ জন রয়েছেন। বার্তা সংস্থা সানা এ খবর নিশ্চিত করেছে।
পোষ্ট এর সময় 4 months by Ahmad Farid