দেশের প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাজী গাজী এনায়েতুর রহমান।
সোমবার, ২৪ এপ্রিল প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই তারা এই শোক প্রকাশ করেন।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদকবীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাজী গাজী এনায়েতুর রহমান প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের বিদেহী আত্নার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী। আমাদের দেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধ,প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে একজন দক্ষ সংগঠক, নেতা, অনলবর্ষী বক্তা,বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য আজ না ফেরার দেশে চলে যাওয়ায় বাম ধারার রাজনীতি অনেকাংশে অভিভাবকহীন হয়ে পড়লো।তাঁর অভাব কোনকালেই আর পূরণ হবার নয়।ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে চট্রগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিস্কৃত হন তিনি। ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব -ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য।মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন -কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৯৩ সালে ড.কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন তিনি।পরে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্লাটফর্ম গড়ে তোলেন তিনি। ২০১৩ সালে ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। সমকালীন রাজনীতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি তিনি। অর্থ,প্রতিপত্তি, ক্ষমতা, লোভ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বাংলার গণমানুষের কাছে।
বিডি চ্যানেল ফোর পরিবার আদর্শবাদী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
পোষ্ট এর সময় 1 month by Ahmad Farid