রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে কিশোরগঞ্জের আদালতে মামলা করা হয়েছে।
বুধবার, ২৪ মে দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী প্রথম আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খান মামলাটি গ্রহণ করে কিশোরগঞ্জ সদর মডেল থানাকে এফআইয়ের নির্দেশ দেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মামলা বাদী আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ১৯ মে রাজশাহীর পুটিয়া শিবপুর হাইস্কুল মাঠে জনসভায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছেন। যা প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
এ সময় মামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু গণমাধ্যমে বলেন, শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিল তা ফাঁস হয়ে গেছে। জাতি তা জেনে গেছে। তাই আইনী প্রতিকার চেয়ে আমি মামলাটি দায়ের করেছি।
পোষ্ট এর সময় 5 days by Ahmad Farid