কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে পাওয়া ১৯ বস্তা টাকা গণনা করে এবার পাওয়া গেছে রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এটি সর্বকালের সকল রেকর্ড ভঙ্গকারী ঘটনা।
শনিবার, ৬ মে সকালে মসজিদের আটটি দানবাক্স খুলে ১৯টি বস্তায় ভরে টাকা গণনার কাজ শুরু হয়।
সারাদিন আটটি দানবাক্সের টাকা গণনার কাজ করেন প্রশাসন, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটি ও পাগলা মসজিদ পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীগণ।
এর আগে গত ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার চার মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে।
পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid