পাকুন্দিয়ায় অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বেরুনোর সময় এক গ্রাহকের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। এসময় ডাকাতদের বেধড়ক মারপিটে আহত হয়েছেন দুইজন।
রবিবার, ১৩ নভেম্বর দুপুর সোয়া দুইটার দিকে পাকুন্দিয়া অগ্রণী ব্যাংকের সামনে দুধর্ষ এ ঘটনাটি ঘটে।।
ভূক্তভোগি ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন জানান, তিনি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা তুলে বেরুনোর সাথে সাথে ব্যাংকের সামনে ওৎ পেতে থাকা ডাকাত পাপ্পু, ফরিদ, হাবিবুর রহমান হাবু, আরমিন, হারুন, রানা ও সানী তার উপর ঝাঁপিয়ে পড়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। এসময় তিনি বাধা দিলে ডাকাতরা তাকে বেধড়ক মারপিট করে। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। এসময় তার সাথে থাকা মাহবুব তাকে বাঁচাতে এসে তিনিও ডাকাতদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আলহাজ্ব মকবুল হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। মাহবুবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের নিজাম উদ্দিন প্রধানের। আলহাজ্ব মকবুল হোসেন ঢাকায় ব্যবসা করেন। স্থানীয়ভাবে তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামীগের কার্যকরী কমিটির সদস্য।
এ ব্যাপারে জানতে পাকুন্দিয়া থানার ওসিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পোষ্ট এর সময় 7 months by Ahmad Farid