নিসচার আয়োজনে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

রিফাত ইসলাম।।

0
46

জাতিসংঘ এবার ‘টেকসই যাতায়াত’ স্লোগানে বিশ্বব্যাপী রোড সেফটি সপ্তাহ পালন করেছে। প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখা গত ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

রবিবার, ২১ মে সকাল ১১ টায় এরই অংশ হিসেবে কর্মসূচির শেষ দিন জেলা নিসচা’র আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা রোধে পাঁচ শতাধীক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে করে।

সংগঠনটির  জেলা শাখার সভাপতি মো ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিক কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, ফৌজিয়া জলিল ন্যান্সি, সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কিশোরগঞ্জ সার্কেলের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর হোসেন,  সিনিয়র সহকারী শিক্ষক মাজহারুল আলম ভূইয়া প্রমুখ।

প্রশিক্ষণ শেষে, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রী, চালক, পথচারী, ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে