নিকলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শেষ হয়েছে জারইতলা স্কুল এন্ড কলেজ বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।
শনিবার, ১৮ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিকলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক সন্জু, নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিয়া আক্তার,নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান সিরাজ,জারইতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন,করগাঁও অবসরপ্রাপ্ত প্রকৌশলী তৌশিকুল ইসলাম রবিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারইতলা স্কুল এন্ড কলেজের সভাপতি ও জারইতলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাতেন।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন,মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,যেমন খুশি তেমন সাজো,স্কুলের শিক্ষক -শিক্ষিকা,অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ,গান,ফ্যাশন শোসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়ানুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পোষ্ট এর সময় 2 months by Ahmad Farid