নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডবে জরুরী অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক।।

0
30

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডবে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মত জরুরী অবস্থা ঘোষণা করেছে সরকার। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডে প্রবল বন্যা দেখা দিয়েছে। এতে বিদ্যুতহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি দেশটিতে জরুরী অবস্থা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যার পানি বাড়তে থাকায় লোকজন বাড়িঘর ছেড়ে বিভিন্ন ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। বন্যাসৃষ্ট ভূমিধ্বসে অনেক বাড়িঘর ধ্বসে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জনভোগান্তি নিরসনে খাতিরেই দেশটিতে তৃতীয়বারের মত জরুরী অবস্থা জারি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

এর আগে ১৯১৯ সালে ক্রাইস্ট চার্চ মসজিদে উগ্রবাদীদের হামলার পরে ও ২০২০ সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পড়ে দেশটিতে জরুরী অবস্থা জারি করা হয়েছিল।

পোষ্ট এর সময় 3 months by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে