ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার, ১৮ই মার্চ সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম আব্দুল হাকিম ভূইয়ার স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্কাউট দলের সালাম প্রর্দশন ও শারীরিক খসরত শেষে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনোয়ারা জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিনে ডা. মতিউর রহমান ভূঞা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আফজাল খানের পরিচালনায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা একাডেমিক সুপারভাইজার, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
পোষ্ট এর সময় 2 months by Ahmad Farid