নান্দাইলে হোডা’র উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

0
14

ময়মনসিংহের নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ক্রিশ্চিয়ান ফেড্রিক স্যার স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে হোমিও ডক্টরস এসোসিসেশন (হোডা) নান্দাইল শাখার আয়োজনে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার, ২৯শে এপ্রিল হোডা নান্দাইল শাখার সভাপতি ডা. জামাল আহাম্মদ খানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

হোডা নান্দাইল শাখার সহ-সভাপতি ডা: মাহবুবুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক ডা. ভানু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, হোডা ময়মনসিংহের সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুজ্জামান খান রুমেল, হোডার প্রধান উপদেষ্ঠা ডা. আলা উদ্দিন ভূইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, ময়মনসিংহ জেলা হোডা’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, হোডা’র সদস্য ডা. মো. ছায়েদুর রহমান রতন, হোডা নান্দাইল শাখর যুগ্ম সম্পাদক ডা. নরুল হক, ডা. মৃণাল কান্তি দে, ডা. আমিনুর রহমান, সাংবাদিক ডা. শাহজাহান ফকির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথি বিজ্ঞানের জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যানের বিশদ আলোচনা শেষে হ্যানিম্যানের বিশেষ উক্তি ‘সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার” আদর্শকে বুকে লালন করে সুচিকিৎসার মাধ্যমে মানব সেবায় এগিয়ে যাওয়ার জন্য ডাক্তারগণের কাছে জানান।

পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে