ময়মনসিংহের নান্দাইলে টিচার্স এসোসিয়েশনের ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৩মে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষকদের মিলনমেলার মাধ্যমে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম মানিক ও অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিচার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী উপদেষ্টা ও সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুল, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহ-সভাপতি নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান খান লিটন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মিলন, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফকুল ইসলাম রতন, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান, মুশুল্লী স্কুল এন্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাম মুকুল, শফিকুল ইসলাম রিপন, কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ৫২জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
৬০জন শিক্ষক সদস্য নিয়ে হাঁটি হাঁটি পা পা করে একযুগ পেরিয়ে আসা নান্দাইল রোড বাজার টিচার্স এসোসিয়েশন আজ শিক্ষক পরিবারের এক বিশ্বস্ত সংগঠনে পরিণত হয়েছে।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid