তুরস্ক ও সিরিয়া সীমান্তের কাছে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ শতাধিক নিহত ৩ হাজারেরও বেশী মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে বিধ্বস্থ হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।
সোমবার, ৬ জানুয়ারি সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই সিএসএসকে জানান, ভূমিকম্পে তুরস্কের অন্তত ২৮৪ নিহত হয়েছেন ও আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৩ শ’ জন। তিনি আরো জানান, গত একশ’ বছরের বেশী সময়ের মধ্যে তুরস্কে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দেশটিতে প্রচণ্ড ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত ২৮৪ জন নিহত ও ২ হাজার ৩ শ’ জন আহত হয়েছেন।
সিএনএন জানায়, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৫২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় গাজিয়ানতেপে প্রদেশের পূর্বদিকে নূরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে ভূগর্ভের ১৮ কিলোমিটার গভীরে থেকে উদ্ভুদ ভূমিকম্পটির কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৯। প্রথম কম্পনটির কিছুক্ষণ পরে মধ্য তুরস্কে আরো একটি কম্পন অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের মতে দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।
তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে বহু ভবন ধ্বসে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা ছুটাছুটি করে রাস্তায় ও খোলা জায়গায় জড়ো হচ্ছে।
ভূমিকম্পের পরপরই তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা সিএনএন জানান, এখনো বিধ্বস্থ ভবনগুলির ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে। মৃতের ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সূত্র: সিএনএন
পোষ্ট এর সময় 4 months by Ahmad Farid