ঢাকায় নাট্যতরী’র প্রতিবাদ সভা ও মূকাভিনয় প্রদর্শনী

রিফাত ইসলাম।।

0
29

সম্প্রতি নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের উপর ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করেছে মূকাভিনয় ভিত্তিক সংগঠন নাট্যতরী।  

বুধবার, ২০ জুলাই সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এ প্রতিবাদ সভা ও মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সভাপতি ড.ইস্রাফিল আহমেদ রঙ্গন।

নাট্যতরী দলের  প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ ইকবাল জাভেদের সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন দলটির সাধারণ সম্পাদক ইহতিয়াজ ত্বকী।  

প্রতিবাদ সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন  ফেডারেশানের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর এম এ কে শাহিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক সময় ও প্রশিক্ষণ সম্পাদক শহীদুল মুরাদ।

প্রতিবাদ সভা শেষে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন মূকাভিনয় দল মূকাভিনয় প্রদর্শন করে। এদের মধ্যে মিরর মাইম একাডেমির  কুবের মাঝির সারাবেলা শিরোনামে, নাটতরীর মৌলিক অধিকার, দ্য মামারস’র ফুটবল, মনন মাইম থিয়েটারের রিটার্ণ, গোল্লাছুট নাট্যদলের লোভে পাপ, কাতুকুতু, থার্ড পারসন, মাইম ফেইসের তৃতীয় পক্ষ, দুরন্ত থিয়েটারের প্লাটফর্ম এবং কিশলয় থিয়েটারের থিংক আউট অফ দ্যা বক্স শিরোনামে মূকাভিনয় প্রদর্শন হয়।

পোষ্ট এর সময় 10 months by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে