না ফেরার দেশে পাড়ি জমালেন মিয়াভাই খ্যাত এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
সোমবার, ১৫ মে সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর স্ত্রী ফারহানা পাঠান। মঙ্গলবার ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ দেশে আনা হবে বলেও জানান তিনি। মরদেহ দেশে এলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid