চালককে খুন করা সেই অটোরিকসা ছিনতাইকারী গ্রেফতার

করিমগঞ্জ(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

0
159
খুনের দায়ে গ্রেফতার সেলিম ও উদ্ধার করা অটোরিকসা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকসা চালক শরীফকে খুন করে অটোরিকসা ছিনিয়ে নেয়া সেই ঘাতককে গ্রেফতার করেছে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেফতার সেলিম (৩৯) করিমগঞ্জ উপজেলার পাঠধা কাঁটালিয়া এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার, ২৩ মে রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির দেয়া তথ্য অনুযায়ী একই এলাকার একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকসাটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২১ মে বিকেলে সদ্য কেনা অটোরিকসা নিয়ে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দড়ি গাংগাটিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ গ্যারেজ থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি।

পরদিন ২২ মে সকাল ৮টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের গুণধর এলাকার নলীন ব্রিজের নীচে মাথার উপর পাথর-সিমেন্টের মোল্ডের টুকরো দিয়ে মাথায় চাপা দেওয়া শরীফের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন জেলে। পরে তারা করিমগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শরীফের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ওইদিনই নিহত শরীফের পিতা মতিউর রহমান অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পরপরই আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করে করিমগঞ্জ থানা পুলিশ।

বুধবার, ২৪ মে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

পোষ্ট এর সময় 5 days by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে