ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে সিডরের মত

আবহাওয়া ডেস্ক।।

0
42
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় ১০ কিলোমিটার বেগে বাংলাদেশের সমুদ্র উপকূলের দিকে ধেয়ে আসছে। আগামী রবিবার, ১৪ মে দুপুরের দিকে এটি সিডরের মতই আঘাত হানতে পারে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায়। এসময়  ঘন্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে বাতাসসহ অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায়। এতে করে উপকূলীয় এলাকায় জলোচ্ছাসসহ বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদগণ। এছাড়া ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে সারাদেশে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাবে বলেও জানান তারা।

শুক্রবার, ১২ মে সকালে মোখার সর্বশেষ পরিস্থিতি জানাতে এক সংবাদ সম্মেলনে এসব জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজুর রহমান আরো জানান, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগের সব জেলায় বেশী আঘাত হানবে। তাই এসব জেলার বাসিন্দাসহ প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।  

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বিভাগের সব জেলায় (কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার) বেশি প্রভাব ফেলবে। এসব জেলাকে সতর্ক থাকতে হবে।

এছাড়া শুক্রবার সকালে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা আজ ভোর ৬টায়   

এদিকে শুক্রবার সকালে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।  

পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে