কৃষকলীগের উদ্যোগে কটিয়াদীতে ধান কাটা উৎসব

নাঈম ইসলাম, কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

0
13

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ এর কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র এর নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে কৃষকের ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩ মে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মসূয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে কটিয়াদী উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

এসময় কৃষকের মাঠে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, কটিয়াদী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা কৃষকলীগের সিনিয়র সদস্য নুরুল হক রুহানী, উপজেলা কৃষকলীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষকলীগের সদস্য শামীম মিয়া, উপজেলা কৃষকলীগ সদস্য সোহেল মিয়া, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম, মসূয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, মসূয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নিয়ামত উল্লাহ খান, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রেনু, মসূয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মো: কুডুম আলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে