কুলিয়ারচরে স্মার্টফোনে নকল, ১ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার। ২ পরীক্ষার্থীসহ এক শিক্ষকের বিরুদ্ধে মামলা! ২ পরীক্ষার্থী আটক 

মুহম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

0
35

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠানো এবং উত্তর সংগ্রহ করে নকল করার সময় মো. ইউসুফ (১৭) নামে এক  পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব।

এ ঘটনায় গত মঙ্গলবার, ৯ মে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবু নাসের মো. আব্দুল্লাহ বাদী হয়ে মোবাইল ফোনের প্রকৃত মালিক বহিষ্কৃত পরীক্ষার্থীর পাশের সিটের অপর পরীক্ষার্থী আশরাফুল (১৭) ও বাহির থেকে মেসেঞ্জারে শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে সহায়তা করায় শিক্ষক মো. বাছির মিয়াসহ বহিষ্কৃত পরীক্ষার্থী ইউসুফ মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি দায়ের করার পর পরীক্ষার্থী মো. ইউসুফ ও আশরাফুলকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ সংবাদ পেয়ে নকল দিয়ে সহায়তা করা শিক্ষক বাছির মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

আটককৃত মো. ইউসুফ উপজেলার ছয়সূতী ইউনিয়নের ধুপাখালী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ও আশরাফুল একই গ্রামের মো. মিলন মিয়ার পুত্র। তারা দুইজনই ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। পলাতল শিক্ষক মো. বাছির মিয়া (২৮) ছোট ছয়সূতী এলাকার জনতা আদর্শ উচ্চ বিদ্যায়লয়ের খন্ডকালীন শিক্ষক। সে ধুপাখালী গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে। 

বুধবার ১০মে দুপুর দুইটার দিকে আটক দুই পরীক্ষার্থীকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ  আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় পরিক্ষার হলে স্মাটফোনসহ অভিযুক্ত শিক্ষার্থী মো. ইউসুফ হাতানাতে ধরা পড়ে। পরে কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে এ ঘটনায় জড়িত দুই পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়।

কেন্দ্র সচিব ও মুসা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের মো. আব্দুল্লাহ বলেন, পরীক্ষা হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক হাতেনাতে স্মার্টফোনসহ ধরা পড়ায় পরীক্ষার্থী মো. ইউসুফকে বহিষ্কার করা হয়। এ ঘটনা সহয়তাকারী হিসেবে স্মাটফোনের প্রকৃত মালিক পরীক্ষার্থী আশরাফুল ও কেন্দ্রের বাহির থেকে সহায়তা করা শিক্ষক বাছির মিয়া এবং বহিস্কৃত পরিক্ষার্থী মো. ইউসুফের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটক দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে বুধবার দুপুর ২ টার দিকে কিশোরগঞ্জ  আদালতের প্রেরণ করা হয়েছে।

পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে