কিশোরগঞ্জের কুলিয়াচরে শেষ হলো উপমহাদেশের প্রখ্যাত সাধক কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক্ (র.) এর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মহাপবিত্র ওরশ মোবারক।
রবিবার, ২১ মে বাদ মাগরিব মিলাদ মাহ্ফিল, জিকির আসকার ও দরুদে সামা পড়ে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এই ওরশ শেষ হয়।
উল্লেখ্য, গত শুক্রবার, ১৯ মে এই ওরফ শরীফ শুরু হয়। ওরশ শুরুর দিন হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক্ (র.) এর মাজার জিয়ারত করেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফা, মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক কাশেম ও মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী সহ ভক্তগণ।
অনাকাংক্ষিত ছোটখাট দু’একটি ঘটনা ছাড়া পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন হওয়া ওরশ মোবারকে দ্বীন দুনিয়ার শান্তি ও মঙ্গল হাসিল করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হুজুর এঁর সকল আশেকান, মুরিদান ও ভক্তগণ অংশগ্রহণ করেন।
পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid