কিশোরগঞ্জের কুলিয়ারচরের চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার এক এজহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আলম মিয়া (৪২) কুলিয়ারচর উপজেলার মুজরাই মধ্যপাড়া এলাকার মৃত মাহাম্মদ আলীর ছেলে।
বুধবার, ২৬ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাজিতপুর উপজেলার জোয়ারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের ২৯ জানুয়ারি কুলিয়ারচর উপজলোর রামদী ইউনিয়নের মুজরাই গ্রামে অসুস্থ স্কুল শিক্ষিকা হাসিনা বেগমকে দেখতে এসেছিল কয়েকজন ছাত্র-ছাত্রী। সেখান থেকে বাড়ী ফেরার পথে ঐ ছাত্র-ছাত্রীদের পথরোধ করে দীর্ঘ সময় ধরে উত্ত্যক্ত করেন কয়েকজন বখাটে। বিষয়টি জানার পর ওই বখাটেদের অভিভাবকদরে কাছে গিয়ে নালিশ দেন হাসিনা বেগমের প্রতিবেশী আনিছা বেগম(৪০)। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা আনিসা বেগমের বাড়ীতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের শব্দ শুনে আনিসা বেগমের স্বামী কৃষক আবু বকর(৫৫) বাড়ীর বাহিরে আসলে বখাটেরা তাকে পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বখাটেদের বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় কুলিয়ারচর থানায় ৪ জনকে আসামি করে ১টি হত্যা মামলা দায়ের করা হয়। যার ফলশ্রুতিতে র্যাব বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ওই আসামিকে গ্রেফতার করে।
পোষ্ট এর সময় 1 month by Ahmad Farid