কিশোরগঞ্জে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হলেন মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী

রিফাত ইসলাম

0
130

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ মাথিয়া ই.ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওলানা ইসমাঈল হোসাইন মুফিজী।
সোমবার, ১৫ মে বিকালে এ ফলাফল প্রকাশ করে উপজেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ সদর।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের ৩১ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে মাদ্রাসা শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি জানতে চাইলে ইসমাঈল হোসাইন মুফিজী বিডিচ্যানেল ফোরকে জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হবার পর সহপাঠী, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে যে পরিমাণ অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছি তা আমার কল্পনাতীত। এতে আমি খুব বিমোহিত ও আবেগাপ্লুত। বারবার কবি কাজী কাদের নেওয়াজ এর কবিতার ক্ষুদ্র চরণটিই মনে পড়ছিলো, ‘শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার’।

মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় বিডিচ্যানেল ফোর পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে