কিশোরগঞ্জে রথখলা পুকুর রক্ষার দাবীতে মানববন্ধন

রিফাত ইসলাম।।

0
99

জেলা শহরের শতবছরের ঐতিহ্যবাহী রথখলা মাঠসংলগ্ন পুকুর রক্ষা ও সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে কিশোরগঞ্জ পৌরবাসী। ১৬৫ শতাংশের পুকুরটি বর্তমানে কচুরিপনা আর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল এটি ভরাট করে এখন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে।

শনিবার, ১৩ মে  বিকেলে এমন আশঙ্কা থেকে পরিবেশ রক্ষায় সচেতন কিশোরগঞ্জবাসী’ ব্যানারে পুকুরের পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিশু-বয়োবৃদ্ধ এলাকাবাসী ছাড়াও  পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

পরে এ বিষয়ে রথখলা মাঠে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) আহ্বায়ক অধ্যক্ষ শরীফ সাদী, সিনিয়র আইনজীবী গোলামুর রহমান টুটুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাখন দেবনাথ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
এছাড়াও উপস্থিত থেকে দাবির প্রতি একাত্মতা পোষণ বক্তব্য  রাখেন, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডস স্টেশন অফিসার আবুফর গিফারী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ১৭০টি পুকুরের প্রায় সবগুলোই ভরাট হয়ে গেছে। বাকিগুলোও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব পুকুর ভরাটে পিছিয়ে নেই সরকারি  প্রতিষ্ঠানগুলোও। জেলা শহরের পুকুরগুলো উদ্ধার এবং খনন করে ব্যবহার উপযোগী করার দাবি জানানো হয় সভার পক্ষ থেকে।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পুকুরগুলো ভরাট করে ফেলায় পরিবেশ হুমকির মুখে পড়ছে। শহরের কোথাও আগুন লাগলে পানি সংগ্রহ করে আগুন নেভানো যাবে না সহজে। তীব্র তাপদাহে পুকুরগুলো শহরবাসীর স্বস্তির ভরসাস্থল। দুঃখের বিষয় প্রশাসন নিজেই পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে। এ বিষয়ে গণস্বাক্ষর সংগ্রহ করছি। এ নিয়ে পরবর্তিতে আমরা বড় ধরনের আন্দোলন করবো, এমনটাই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।

পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে