কিশোরগঞ্জে প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক।।

0
23

কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার, ৪ মে বিকাল সোয়া ৫ টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন হল রুমে (দেওয়ানি আদালত) স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডডভোকেট অশোক সরকার।

কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

 এতে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী,অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট বিজয় শংকর রায়,আব্দুর রহমান রুমি, শফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল,সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেলিন প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, পঙ্কজ ভট্টাচার্য আমাদের ইতিহাসে উজ্জ্বল পুরুষ। বাঙালির লড়াই সংগ্রামের ইতিহাসে এক বীর সেনানী।

গত রবিবার ২২ এপ্রিল রাত ১২ টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্য শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক কিছুদিন যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার ১৭ এপ্রিল তাকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে