কিশোরগঞ্জে বোর ফসলের জমি থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
নিহত মোহাম্মদ মোহন(১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি এলাকার দুলু মিয়ার ছেলে।
রবিবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কোনামাটি এলাকার মো. ফজলুল হকের বোর ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা বিডি চ্যানেল ফোরকে জানান, রবিবার দুপুরে বোর ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনকে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বিডি চ্যানেল ফোরকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোষ্ট এর সময় 3 months by Ahmad Farid