গাজীপুর জেলার এক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে হোসেনপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সিরাজ উদ্দিন (৪৬) হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকার নবী হোসেনের ছেলে। সাজাপ্রাপ্ত এই আসামি গাজীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালতের সিআর মোকদ্দমা নং-১০৫/২০১৯, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮ অনুসারে দণ্ডপ্রাপ্ত।
মঙ্গলবার, ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পরিচালিত পুলিশের একটি টিম তাকে হোসেনপুর বাজার থেকে গ্রেফতার করে।
বুধবার, ১৭ মে গ্রেফতার ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid